scorecardresearch
 

Visva Bharati Mamata Banerjee Conflict : মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিশ্বভারতীর, শিক্ষামহল কী বলছে?

মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিশ্বভারতী (Visva Bharati) কর্তৃপক্ষের জারি করা প্রেস বিজ্ঞপ্তির প্রেক্ষিতে শিক্ষাবিদ পবিত্র সরকার (Pabitra Sarkar) বলেন, "আমি মনে করছি এটা একটা কুৎসিত বিবৃতি। কোনও প্রাতিষ্ঠানিক বিবৃতি এরকম হতে পারে না, তাও একজন মুখ্যমন্ত্রীকে, যিনি আর কিছুই করেননি, অমর্ত্য সেনকে তাঁর দলিল, হয়ত সেটা বৈধ দলিল, সেটা দিতে গেছেন। তার জন্য এই ধরনের একটা বিবৃতি, এটা আমি অত্যন্ত কুরুচিকর বলে মনে করি"।  

Advertisement
বিশ্বভারতী-মুখ্যমন্ত্রী সংঘাত বিশ্বভারতী-মুখ্যমন্ত্রী সংঘাত
হাইলাইটস
  • মুখ্যমন্ত্রী-বিশ্বভারতী তীব্র সংঘাত
  • প্রেস বিজ্ঞপ্তি জারি করে আক্রমণ বিশ্বভারতীর
  • সমালোচনায় সরব শিক্ষাবিদদের একাংশ

বিশ্বভারতীতে 'গৈরিকীকরণের' চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা প্রেস বিজ্ঞপ্তি জারি করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, যা ঘিরে রীতিমত সরগরম রাজ্যের বিভিন্নমহল। এরই মাঝে বিশ্বভারতীর এই প্রেস বিজ্ঞপ্তির তীব্র সমালোচনা করলেন রাজ্যের শিক্ষাবিদদের একাংশ। 

মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিশ্বভারতী (Visva Bharati) কর্তৃপক্ষের জারি করা প্রেস বিজ্ঞপ্তির প্রেক্ষিতে শিক্ষাবিদ পবিত্র সরকার (Pabitra Sarkar) বলেন, "আমি মনে করছি এটা একটা কুৎসিত বিবৃতি। কোনও প্রাতিষ্ঠানিক বিবৃতি এরকম হতে পারে না, তাও একজন মুখ্যমন্ত্রীকে, যিনি আর কিছুই করেননি, অমর্ত্য সেনকে তাঁর দলিল, হয়ত সেটা বৈধ দলিল, সেটা দিতে গেছেন। তার জন্য এই ধরনের একটা বিবৃতি, এটা আমি অত্যন্ত কুরুচিকর বলে মনে করি"।  

অমর্ত্য সেনের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, বিগত কয়েক দিন ধরেই জমি নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) সঙ্গে বিশ্বভারতীর বিবাদ উঠে এসেছে সংবাদ শিরোনামে। বীরভূম সফরে গিয়ে সেই ঘটনায় আসরে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জমির নথিপত্র নিয়ে সরাসরি নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে যান তিনি। অমর্ত্য সেনের হাতে তুলে দেন রাজ্য সরকারে ল্যান্ড রেকর্ডের কাগজপত্র। একইসঙ্গে বলেন, "শ্রদ্ধেয় অমর্ত্য সেনকে অসম্মান করা হচ্ছে। সম্পূর্ণ জমিই তাঁর"। পাশাপাশি নাম না করে বিশ্বভারতীর উপাচার্যকেও কটাক্ষ করেন তিনি।

তীব্র ভাষায় আক্রমণ বিশ্বভারতীর

এরপর বুধবার পাল্টা প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তিতে তীব্র ভাষায় আক্রমণ করা হয় মুখ্যমন্ত্রীকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, "পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন। কারণ তাঁকে তাঁর স্তাবকেরা যা শোনান তিনি তাই বিশ্বাস করেন"। সেখানে আরও বলা হয়, "বিচারাধীন বিষয়ে মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী ও উপাচার্য গারদের ভিতরে। কী করে হল? কারন আপনি স্তাবকদের কথা শুনে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিধ্বস্ত। আপনার প্রিয় শিষ্য যাকে ছাড়া আপনি বীরভূম ভাবতে পারেন না, তিনিও জেলে। কবে বেরোবে কেউ জানে না। আগে সাবধান করলে দুর্নাম থেকে বাঁচতে পারতেন৷ আপনি যদি সত্যি অর্থে মানুষের মুখ্যমন্ত্রী হন তাহলে কথাটা আপনার বোধগম্য হবে"। আর এই বিজ্ঞপ্তি ঘিরেই শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। এখন দেখার এই সংঘাতের জল কতদূর গড়ায়। 

Advertisement

আরও পড়ুন - শ্রীরামপুরে কারখানায় সিলিন্ডার ফেটে মৃত ২, দেহ আটকে বিক্ষোভ শ্রমিকদের

 

Advertisement