scorecardresearch
 

Viswa Bharathi University And Mamata Banerjee Conflict : "মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন", প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বেনজির আক্রমণ বিশ্বভারতীর

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর জমি বিবাদ সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে এসেছে। এরই মাঝে বীরভূম সফরে গিয়ে অমর্ত্য সেনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে তুলে দেন, রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের নথি। মুখ্যমন্ত্রীর দাবি, সম্পূর্ণ জমিই নোবেলজয়ী অমর্ত্য সেনের। তিনি বলেন, "শ্রদ্ধেয় অমর্ত্য সেনকে অসম্মান করা হচ্ছে। সম্পূর্ণ জমিই তাঁর"। 

Advertisement
মুখ্যমন্ত্রীকে নিশানা বিশ্বভারতীর মুখ্যমন্ত্রীকে নিশানা বিশ্বভারতীর
হাইলাইটস
  • মুখ্যমন্ত্রী-বিশ্বভারতী দ্বন্দ্ব
  • প্রেস বিজ্ঞপ্তি জারি বিশ্বভারতীর
  • মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ

"মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন, দায়িত্বজ্ঞানহীন, আপনার শিষ্য জেলে, আপনার আর্শীবাদ প্রয়োজন নেই", মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত এই ভাষাতেই বিঁধে প্রেস বিজ্ঞপ্তি জারি করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর কী করা উচিত, সেই পরামর্শও দেওয়া হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে। এমনকী, ওই বিজ্ঞপ্তিতে উঠে এসেছে রাজনৈতিক প্রসঙ্গও, যা নিয়ে নতুন করে তুঙ্গে উঠেছে বিতর্ক৷ প্রশ্ন উঠছে, রাজ্যের প্রশাসনিক প্রধান সম্পর্কে এহেন মন্তব্য করে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রেস বিজ্ঞপ্তি দেওয়া কতটা যুক্তি ও আইন সম্মত?

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর জমি বিবাদ সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে এসেছে। এরই মাঝে বীরভূম সফরে গিয়ে অমর্ত্য সেনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে তুলে দেন, রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের নথি। মুখ্যমন্ত্রীর দাবি, সম্পূর্ণ জমিই নোবেলজয়ী অমর্ত্য সেনের। তিনি বলেন, "শ্রদ্ধেয় অমর্ত্য সেনকে অসম্মান করা হচ্ছে। সম্পূর্ণ জমিই তাঁর"। 

এই সফরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরোধী আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে উপাচার্যকেও কটাক্ষ করেন তিনি৷ পড়ুয়াদের সাসপেণ্ডের বিষয়টি সংসদে উত্থাপন করার জন্য সাংসদ শতাব্দী রায়কেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এমনকী বোলপুর ডাকবাংলো মাঠের প্রশাসনিক সভা থেকেও বিশ্বভারতী কর্তৃপক্ষকে একহাতে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এরপরেই একটি বিস্ফোরক প্রেস বিজ্ঞপ্তি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন। কারণ তাঁকে তাঁর স্তাবকেরা যা শোনান তিনি তাই বিশ্বাস করেন"। বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে যে, "বিচারাধীন বিষয়ে মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী ও উপাচার্য গারদের ভিতরে। কী করে হল? কারন আপনি স্তাবকদের কথা শুনে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিধ্বস্ত। আপনার প্রিয় শিষ্য যাকে ছাড়া আপনি বীরভূম ভাবতে পারেন না, তিনিও জেলে। কবে বেরোবে কেউ জানে না। আগে সাবধান করলে দুর্নাম থেকে বাঁচতে পারতেন৷ আপনি যদি সত্যি অর্থে মানুষের মুখ্যমন্ত্রী হন তাহলে কথাটা আপনার বোধগম্য হবে"।

Advertisement

আরও পড়ুন - শুক্রের গোচরে তৈরি হচ্ছে মালব্য মহাপুরুষ রাজ যোগ, অর্থ-সম্মানে ভরে যাবে ৩ রাশির জীবন

Advertisement