scorecardresearch
 

Ghatal Water Viral Video: অথৈ জল, দেবের ঘাটালে টিউবে চেপে হাসপাতালে অসুস্থ মহিলা

চারদিকে জল। অ্যাম্বুলেন্স তো দূর, একটা ঠেলাগাড়িও ঢোকা দায়। এমন অবস্থায় অসুস্থ মহিলাকে টায়ারে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেলেন গ্রামবাসীরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বড়াগড় এলাকার। গত শনিবারের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই গ্রামবাসীদের মানবিকতার প্রশংসা করছেন। বৃষ্টির ফলে জল জমার সমস্যা নিয়ে উদ্বিগ্নও অনেকে।

Advertisement
অথৈ জলে। ছবি: ফেসবুকে ভাইরাল ভিডিও অথৈ জলে। ছবি: ফেসবুকে ভাইরাল ভিডিও
হাইলাইটস
  • বছরের পর বছর কেটে গেলেও এই সমস্যার সমাধান হচ্ছে না কেন? প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
  • ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরার বড়াগড় এলাকার। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
  • গত শনিবারের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Ghatal Flood Viral Video: অল্প বৃষ্টিতেই অথৈ জল। অ্যাম্বুলেন্স তো দূর, একটা ঠেলাগাড়িও ঢোকা দায়। এমন অবস্থায় অসুস্থ মহিলাকে টায়ারে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেলেন গ্রামবাসীরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরার বড়াগড় এলাকার। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত। গত শনিবারের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই গ্রামবাসীদের মানবিকতার প্রশংসা করছেন। বৃষ্টির ফলে জল জমার সমস্যা নিয়ে উদ্বিগ্নও অনেকে। বছরের পর বছর কেটে গেলেও এই সমস্যার সমাধান হচ্ছে না কেন? প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

দানার প্রভাবে খুব বেশি ঝড় না হলেও প্রবল বৃষ্টি হয়েছে। আর তার ফলেই গ্রামাঞ্চলে রাস্তাঘাট ও চাষের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় যান চলাচল একপ্রকার বন্ধ। এদিকে এরই মধ্যে প্রেশারের সমস্যায় পড়েন লক্ষ্মী লায়েক নামের এক মহিলা। সদ্য, দিন দশেক আগেই মা হয়েছেন। একে অসুস্থ, তার উপর অপারেশনের জায়গায় জল লাগানো বারণ। অন্যদিকে অ্যাম্বুলেন্স, টোটো, রিক্সা কিছুই চলছে না। আক্ষরিক অর্থেই 'অথৈ জলে' পড়েন পরিবারের সদস্যরা।

টিউবে চাপিয়ে হাসপাতালে 

এমন সময়ে পাশে দাঁড়ান গ্রামবাসীরা। একটি টিউবের ব্যবস্থা করেন। আনেন একটি টেবিল-টপও। তারপর সেই টিউবে হাওয়া ভরে তার উপর টেবিল টপটা চাপানো হয়। এভাবেই ছোটোখাটো ভেলা বানিয়ে ফেলেন। তারপর তাতে চাপিয়েই মহিলাকে নিয়ে জলজমা রাস্তা দিয়ে এগিয়ে চলেন তাঁরা। তাঁদের দেখে ছবি-ভিডিও তোলেন অনেকেই। বেশ কিছুটা রাস্তা পেরিয়ে অবশেষে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান ।

টিউবে ভাসিয়ে নিয়ে আসা হচ্ছে অসুস্থ মহিলাকে। ছবি: ফেসবুক
টিউবে ভাসিয়ে নিয়ে আসা হচ্ছে অসুস্থ মহিলাকে। ছবি: ফেসবুক



মহিলাকে এভাবে আসতে দেখে অবাক হয়ে যান স্বাস্থ্যকর্মীরাও। দ্রুত মহিলার চিকিৎসা শুরু করেন ডাক্তাররা। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে লক্ষ্মী লায়েক বাড়িই ফিরতে চান। ঘরে থেকেই চিকিৎসা করাবেন বলে জানিয়েছেন। তবে আপাতত তিনি কিছুটা সুস্থ আছেন।

আরও পড়ুন

Advertisement

সাহায্যের আশ্বাস হুমায়ুন কবিরের

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পৌঁছে যায় ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের কাছেও। বিষয়টি নজরে আসতেই সেখানে পৌঁছে যান। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। জল জমার সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। জানান, এই পরিস্থিতিতে পরিবারের যেকোনও প্রয়োজনে পাশে আছেন। গ্রামবাসীদের মানবিকতার ভূয়সী প্রশংসাও করেন।

Advertisement