scorecardresearch
 

Royal Bengal Tiger : ঘুমপাড়ানি গুলিতে ৬ দিন পর 'বাঘবন্দি'! স্বস্তি ফিরল কুলতলিতে

WB Forest Department Catches Tiger in Kultali: অবশেষে ৬ দিন পর কুলতলিতে স্বস্তি। ঘুমপাড়ানি গুলিতে বিদ্ধ সেই বাঘ। কিছুক্ষণের মধ্যে সেটিকে উদ্ধার করবে বন দফতর।

কুলতলিতে ধরা পড়ল বাঘ (প্রতীকী ছবি) কুলতলিতে ধরা পড়ল বাঘ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • ৬ দিন পর কুলতলিতে স্বস্তি ফিরল
  • ঘুমপাড়ানি গুলিতে বিদ্ধ সেই বাঘ
  • প্রাণের ঝুঁকি নিয়ে বনকর্মীরা জঙ্গলে ঢুকে বাঘকে গুলি ছোঁড়ে

WB Forest Department Catches Tiger in Kultali: অবশেষে ৬ দিন পর কুলতলিতে স্বস্তি। ঘুমপাড়ানি গুলিতে বিদ্ধ সেই বাঘ। কিছুক্ষণের মধ্যে সেটিকে উদ্ধার করবে বন দফতর। প্রাণের ঝুঁকি নিয়ে বনকর্মীরা জঙ্গলে ঢুকে বাঘকে গুলি ছোঁড়ে। আর তারপর কার্যত বন দফতরের জালে রয়্যাল বেঙ্গল।

ঘুম ছুটেছিল মানুষের
কুলতলির ডোঙ্গাজোড়া শেখ পাড়াতে ওই বাঘের আতঙ্কে ঘুম ছুটেছিল গ্রামবাসীদের।  শনিবার একটি বাঘ ঢুকে পড়েছিল ওই এলাকায়। পরের দিন মানে রবিবার সকালে স্থানীয় শেখপাড়ার এক বাসিন্দাকে বাঘ হামলাও করে।

আগে খাঁচায় ধরা দেয়নি
তিনি  মাছ-কাঁকড়া ধরতে যাচ্ছিলেন। আর সে সময় হামলে পড়ে বাঘ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এই বাঘটিকে ধরতে আগেই খাঁচা পেতেছিল বন দফতর। কিন্তু বাঘ খাঁচায় ধরা দেয়নি।

আরও পড়ুন: চাকরি পেতে ঝক্কি? এগুলো কাজে লাগিয়ে দেখতে পারেন 

আরও পড়ুন: নিজের ক্যাফে চালানো নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি, যাদবপুরে আত্মঘাতী বধূ

বিস্তারিত আসছে...