অ্যাপ আনল WBTC! মোবাইলে চটজলদি সরকারি বাসের টিকিট বুক করুন

যাত্রীদের জন্য আরও সুবিধা নিয়ে এল ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা ডব্লুবিটিসি WBTC)। বিনোদনমূলক সফর এবং দূরপাল্লার বাতানুকূল ভলভো বাসের মতো গণপরিবহণে যাত্রীদের আরও সুবিধা দিতে ডব্লুবিটিসি নিয়ে এল 'ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন-ভার্সন ১.০' নামে নতুন এক অ্যাপ। এর মাধ্যমে দূরপাল্লার বাতানুকূল বাস, বিশেষ ট্রাম ও জলযানে ভ্রমণের জন্য টিকিট কাটা যাবে। এমনকি পুজোর সময়ে মণ্ডপে মণ্ডপে ঘুরতে বিশেষ বাস পরিষেবা বা গঙ্গাবক্ষে বিসর্জন দেখার জন্য ভেসেলে আসন সংরক্ষণের সুযোগও মিলবে এই একই অ্যাপ (APP) থেকে।

Advertisement
অ্যাপ আনল WBTC! মোবাইলে চটজলদি সরকারি বাসের টিকিট বুক করুনপ্রতীকি ছবি (সূত্র-WBTC)
হাইলাইটস
  • নয়া অ্যাপ আনলো WBTC
  • বুক করা যাবে দূরপাল্লার বাসের টিকিট
  • নির্দিষ্ট ট্রাম ও জলযানের টিকিটও বুক করা যাবে অ্যাপ থেকে

যাত্রীদের জন্য আরও সুবিধা নিয়ে এল ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা ডব্লুবিটিসি WBTC)। বিনোদনমূলক সফর এবং দূরপাল্লার বাতানুকূল ভলভো বাসের মতো গণপরিবহণে যাত্রীদের আরও সুবিধা দিতে ডব্লুবিটিসি নিয়ে এল 'ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন-ভার্সন ১.০' নামে নতুন এক অ্যাপ। এর মাধ্যমে দূরপাল্লার বাতানুকূল বাস, বিশেষ ট্রাম ও জলযানে ভ্রমণের জন্য টিকিট কাটা যাবে। এমনকি পুজোর সময়ে মণ্ডপে মণ্ডপে ঘুরতে বিশেষ বাস পরিষেবা বা গঙ্গাবক্ষে বিসর্জন দেখার জন্য ভেসেলে আসন সংরক্ষণের সুযোগও মিলবে এই একই অ্যাপ (APP) থেকে। তবে প্রতিদিন স্বল্প দূরত্বের রুটে রাজ্য পরিবহণ নিগমের যে সব বাস চলে, তার টিকিট এই অ্যাপ থেকে কাটা যাবে না।

এই বিষয়ে পরিবহণ দফতরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের এক আধিকারিক জানাচ্ছেন, খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড এবং অ্যাপল ফোনে এই সুবিধা পাওয়া যাবে। অ্যাপ ডাউনলোড করার পরে যাত্রীকে নিজের নাম নথিভুক্ত করতে হবে। ওটিপি এবং পাসওয়ার্ডের প্রক্রিয়া সম্পন্ন হলেই ওই অ্যাপ থেকে টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ভেসেলের টিকিট অ্যাপের মাধ্যমে বুক করা যাবে। পাশাপাশি বাসের ক্ষেত্রেও এই পরিষেবা চালু হবে শীঘ্রই।

জানা গেছে এখনও পর্যন্ত দূরপাল্লার ২২টি রুটকে এর আওতায় আনা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, বারাসত - দীঘা, করুণাময়ী - দীঘা, কলকাতা - বোলপুর, কলকাতা - পুরুলিয়া, বারাসত - আসানসোল, কলকাতা - দুর্গাপুর - আসানসোল, কলকাতা - জয়রামবাটি এবং কলকাতা - মায়াপুর। পাশাপাশি পুজো পরিক্রমার জন্য স্পেশাল বাসের বুকিং-ও এই অ্যাপের মাধ্যমে করা যাবে। অন্যদিকে ট্রামের ক্ষেত্রে এই মুহূর্তে শুধু মাত্র 'পাটরানি'র জন্য এই অ্যাপ কার্যকর হবে। পাশাপাশি জলপথ পরিবহণের ক্ষেত্রে আপাতত 'কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ' ও 'বোট লাইব্রেরি'কে এই অ্যাপের  সঙ্গে যুক্ত করা হয়েছে। সূত্রের খবর, আগামিদিনে এই অ্যাপের পরিসর আরও বৃদ্ধি করা হবে।

Advertisement


 

POST A COMMENT
Advertisement