Bengal Heavy Raint Alert:উত্তরবঙ্গে রেড অ্যালার্ট, দক্ষিণেও এই দিন থেকে তুমুল বৃষ্টির পূর্বাভাস

বর্ষা প্রবেশের পর মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। কিন্তু তার মধ্যেই রয়েছে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। গরমে বিশেষ করে কষ্ট হচ্ছে দক্ষিণবঙ্গ ও কলকাতাবাসীদের। দক্ষিণবঙ্গের মানুষ ভরা বর্ষার অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়েই চলেছে। যার জন্য ৩ জেলায় লাল সতর্কতা জারি করতে হয়েছে। তবে আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গেও দিন দুয়েকের মধ্যে কিছুটা হলেও পরিবর্তন হতে পারে পরিস্থিতির।

Advertisement
উত্তরবঙ্গে রেড অ্যালার্ট, দক্ষিণেও এই দিন থেকে তুমুল বৃষ্টির পূর্বাভাসভারী বৃষ্টির লাল সতর্কতা কোন কোন জেলায়?

বর্ষা প্রবেশের পর মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। কিন্তু তার মধ্যেই রয়েছে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। গরমে বিশেষ করে কষ্ট হচ্ছে দক্ষিণবঙ্গ ও কলকাতাবাসীদের।  দক্ষিণবঙ্গের মানুষ ভরা বর্ষার অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়েই চলেছে। যার জন্য ৩ জেলায় লাল সতর্কতা জারি করতে হয়েছে। তবে আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গেও দিন দুয়েকের মধ্যে কিছুটা হলেও পরিবর্তন হতে পারে পরিস্থিতির।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ ও বৃহস্পতিবার এই সতর্কতা থাকবে উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। 

হাওয়া অফিস বলছে, একটি মৌসুমী অক্ষরেথা গয়া, ভাগলপুর, বালুরঘাট হয়ে উত্তর-পূর্বের অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৪ জুলাইয়ের মধ্যে অতিপ্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে ১৫ জুলাই থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। হাওয়া অফিস বলছে, শুক্রবার থেকে বৃষ্টি একটু কমবে উত্তরবঙ্গে জেলাগুলিতে। তবে  উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গে ১২ জুলাই  জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলায়। ১৩ জুলাই  লাল সতর্কতা জারি করা হয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায়। কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলায়। ১৪ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে আজ এবং আগামিকাল। শুক্র ও শনিবার বৃষ্টি একটু বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, শনিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে। ১২ জুলাই দক্ষিণবঙ্গের কোথাও তেমন বৃষ্টি না হলেও ১৩ জুলাই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আর ১৪ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। তবে ১৫ জুলাই শনিবার ফের বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রথম দুদিন তাপমাত্রার পরিবর্তন না হলেও পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Advertisement

কলকাতাতে ঝড়-বৃষ্টি
এই সময়ের মধ্যে কলকাতা আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে । কলকাতা শহরে আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার ১ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।

POST A COMMENT
Advertisement