Weather Update: ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তাপমাত্রা সামান্য কমলেও অধিক আর্দ্রতার চাপে প্যাচপ্যাচে গরম আর অস্বস্তিও রয়েছে।
তবে সামনের সপ্তাহ থেকে কিছুটা বদলে যেতে চলেছে দুই বঙ্গের বর্ষা পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া ওই নিম্নচাপ এখন শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তের পরিণত হয়েছে। ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ড থেকে বিহার পর্যন্ত একটি অক্ষরেখার উপর অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে বাংলায়। এই কারণেই মেঘলা আকাশ আর মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে বঙ্গে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে। তবে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে বাংলায়। এমনটাই জানিয়েছে লিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত একই রকম তাপমাত্রা থাকলেও তারপর থেকে সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে থাকবে। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতা জনিত অস্বস্তি।
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কিছুটা কমেছে। আগামী কয়েক দিনের বৃষ্টিতে আরো একটু ঘাটতি কমবে বলে আবহাওয়াবিদদের ধারণা। দক্ষিণে বৃষ্টির ঘাটতি ২৫ শতাংশ থেকে কমে এই মুহূর্তে ২২ শতাংশে এসে দাঁড়িয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে।
রবিবারের পরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে। উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় ধ্বস নামার আশঙ্কা। নদীর জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবনের আশঙ্কা।