Weather Update: হু হু করে ঢুকছে মৌসুমি বায়ু, দক্ষিণবঙ্গে কবে থেকে বর্ষার বৃষ্টি? বড় আপডেট

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেইসঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। দু-তিন দিন পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

Advertisement
হু হু করে ঢুকছে মৌসুমি বায়ু, দক্ষিণবঙ্গে কবে থেকে বর্ষার বৃষ্টি? বড় আপডেট
হাইলাইটস
  • দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
  • সেইসঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে।

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেইসঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। দু-তিন দিন পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। যার প্রভাবে আগামী ৪/৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের যে সমস্ত জায়গায় বর্ষা ঢুকতে বাকি আছে সেই সমস্ত জায়গায় বর্ষা ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে। 

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ ও আজ সন্ধ্যেবেলার দিকে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু-তিনদিন পরে ১৮-১৯-২০ জুন মেঘলা আকাশ, বৃষ্টির পরিমাণ বাড়বে।এদিকে উত্তরবঙ্গের উত্তর জেলাগুলিতে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গের সর্বত্র এদিনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার জেলাতে ২১০.২ মিলিমিটার। ভারী বৃষ্টিপাতের জন্য আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং এই পাঁচটি জেলাতে কয়েকদিন ধরে লাল সর্তকতা বা কমলা সতর্কতা চলছে। 

আগামী পাঁচ দিনেও এই পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভার থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার আর সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

 

POST A COMMENT
Advertisement