মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি ঠিক থাকলে পুজোর পরে স্কুল খুলবে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কালীপুজো, ভাইফোঁটার ছুটির পর যেভাবে প্রতিবার স্কুল খোলে। এবারেও সেই সময়ই স্কুল খুলে যাবে। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।'
স্কুল খোলা নিয়ে মমতার ঘোষণা
'৫০০ সাঁওতালি, ২০০ রাজবংশী স্কুল, ২ টো কামতাপুরী স্কুল ও নেপালি, গোর্খা, কুর্মীদের জন্য স্কুল খোলা হবে। তাই নিয়ে আজ আলোচনা হয়েছে। স্কুল খোলা হবে পুজোর পর। স্যানিটাইজ করে পুজোর পর খোলার পরিকল্পনা রয়েছে। তবে তৃতীয় ওয়েব আসলে আমি জানি না কী হবে। কারণ বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই করোনায় সংক্রমিতের সংখ্যা বাড়তে শুরু করেছে। আমরা চাই স্কুল খুলুক। পুজো এসে গিয়েছে সামনে। পুজো, দেওয়ালির ছুটির পর আমরা স্কুল খুলব। তবে আবার বলছি, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই স্কুল খোলার বিষয়ে আমরা এগোব।'
আরও পড়ুন : সাবধান! অক্টোবরেই শিখরে Corona, আক্রান্ত হবে শিশুরাও!
আফগানিস্তানে বাংলার কেউ আটকে রয়েছে?
এই প্রশ্নর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করছে। এটা দেশের ও রাজ্যের বিষয়। সবাইকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে।
আরও পড়ুন : WBCS পরীক্ষায় প্রশ্নে সাভারকর-মমতার প্রকল্প! জোর বিতর্ক
সর্বদলীয় বৈঠকে থাকবেন মমতা
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী ২৬ তারিখ সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র সরকার। সেই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'আফগানিস্তান ইস্যুতে ২৬ তারিখ সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। নিশ্চয় সেখানে যাব।'
আরও পড়ুন : COVID থার্ড ওয়েভ! অক্টোবরে শিখরে-আক্রান্ত হবে শিশুরাও: কেন্দ্রের প্যানেল
উপনির্বাচন নিয়ে মমতা
রাজ্যের ৭ কেন্দ্রে উপনির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' ৪ মাস অতিক্রান্ত। আমাদের রাজ্যের করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। মানুষের ভোট দেওয়ার অধিকার রয়েছে। আমি কমিশনকে অনুরোধ করব, তারা যেন ভোটেক ব্যবস্থা করে। তাদের ভোট ঘোষণা করা উচিত। আমি তাদের কাছে এই নিয়ে আবেদন করছি।'