scorecardresearch
 
Advertisement
দেশ

Covid Third Wave : COVID থার্ড ওয়েভ! অক্টোবরে শিখরে-আক্রান্ত হবে শিশুরাও: কেন্দ্রের প্যানেল

অক্টোবরেই শিখরে Corona, আক্রান্ত হবে শিশুরাও!
  • 1/9

Corona-র দ্বিতীয় ঢেউয়ের কবল থেকে দেশবাসী এখনও মুক্তি পায়নি। আর এরই মধ্যে তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা। স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাশনাল ইনস্টটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সতর্কবার্তা দিয়েছে। 

অক্টোবরেই শিখরে Corona, আক্রান্ত হবে শিশুরাও!
  • 2/9

তাদের তরফে একটি রিপোর্ট জমা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে। সেই রিপোর্টে জানানো হয়েছে, ক্টোবরেই শিখরে পৌঁছতে পারে করোনার তৃতীয় ঢেউ। আর এবার সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে শিশুদেরও। 

অক্টোবরেই শিখরে Corona, আক্রান্ত হবে শিশুরাও!
  • 3/9

এর আগে দুটি ঢেউয়ে প্রাপ্ত বয়স্করা করোনাতে আক্রান্ত হলেও শিশুরা সেইভাবে সংক্রমিত হইনি। তবে মহামারি বিশেষজ্ঞদের একাংশ প্রথম থেকেই দাবি করে এসেছে, তৃতীয় ঢেউয়ের কবলে পড়তে পারে শিশুরা। আর সেই দাবিকে কার্যত সিলমোহল দিল ন্যাশনাল ইনস্টটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। 

Advertisement
অক্টোবরেই শিখরে Corona, আক্রান্ত হবে শিশুরাও!
  • 4/9

সেই রিপোর্টে জানানো হয়েছে, শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর সংখ্যক শিশু আক্রান্ত হলে যে হারে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ইত্যাদি প্রয়োজন, তা নেই। 

অক্টোবরেই শিখরে Corona, আক্রান্ত হবে শিশুরাও!
  • 5/9

যদিও স্বস্তির খবর হল, শিশুরা যে আক্রান্ত হবেই এখনই তা নিশ্চিত করে বলতে পারছে না ন্যাশনাল ইনস্টটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। তবে তাদের ভ্যাকসিনেশন না হওয়া পর্যন্ত কোনও রকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র সরকারের ওই দফতর। 

অক্টোবরেই শিখরে Corona, আক্রান্ত হবে শিশুরাও!
  • 6/9

রিপোর্টে বলা হয়েছে, 'বিভিন্ন পরীক্ষা, গবেষণার পর বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্তের হার প্রাপ্ত বয়স্কদের থেকেও বেশি হবে। তবে সম্প্রতি যে তথ্য সামনে এসেছে তা থেকে অন্য কথা জানা যাচ্ছে।'

অক্টোবরেই শিখরে Corona, আক্রান্ত হবে শিশুরাও!
  • 7/9

তবে শিশুদের ভ্যাকসিনেশনের উপর জোর দেওয়ার কথা জানানো হয়েছে ওই রিপোর্টে। সেখানে বলা হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ের আগে শিশুদের ভ্যাকসিনেশনের উপর জোর দিতে হবে। 

Advertisement
অক্টোবরেই শিখরে Corona, আক্রান্ত হবে শিশুরাও!
  • 8/9

বিশেষ করে সেইসব শিশুর জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করতেই হবে যাদের কো-মর্বিডিটি রয়েছে। বিশেষভাবে সক্ষম শিশুদের প্রতিও নজর দিতে হবে। 
 

অক্টোবরেই শিখরে Corona, আক্রান্ত হবে শিশুরাও!
  • 9/9

শিক্ষক ও শিক্ষককর্মীদের ভ্যাকসিনেশনে জোর দিতে হবে। শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালগুলিকে প্রয়োজনীয় পরিকাঠামো সহ প্রস্তুত থাকতে হবে। 

Advertisement