scorecardresearch
 

Mamata On Central Team: মিড ডে মিলে ২০ মে রাজ্যে কেন্দ্রীয় দল, 'উত্যক্ত করতেই পাঠাচ্ছে', তোপ মমতার

রাজ্যে দফায় দফায় কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে আরও একবার উষ্মাপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সাগরদীঘির সরকারি অনুষ্ঠানে তিনি অভিযোগ করলেন, রাজ্য সরকারকে উত্যক্ত করতেই পাঠানো হচ্ছে কেন্দ্রীয় দল।

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে আরও একবার উষ্মাপ্রকাশ মমতার।
  • রাজ্য সরকারকে উত্যক্ত করতেই পাঠানো হচ্ছে, বললেন মমতা।

মিড ডে মিল পরিষেবা নিয়ে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। আগামী ২০ জানুয়ারি তাঁদের আসার কথা। এদিকে রাজ্যে আবাস যোজনার অভিযোগ খতিয়ে দেখতে ঘুরে গিয়েছে কেন্দ্রীয় দল। আরও এক দফায় আসছেন কেন্দ্রের আধিকারিকরা। রাজ্যে এমন দফায় দফায় কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে আরও একবার উষ্মাপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সাগরদীঘির সরকারি অনুষ্ঠানে তিনি অভিযোগ করলেন, রাজ্য সরকারকে উত্যক্ত করতেই পাঠানো হচ্ছে কেন্দ্রীয় দল।  
  
মমতা বলেন,'রোজ কেন্দ্রীয় দল পাঠাচ্ছে। যেন ভারতের কোথাও ঘুরতে যাওয়ার দরকার নেই! গাড়িতে করে নিয়ে গিয়ে একটা মেয়েকে মেরে দিল। সেই দিল্লিতে পাঠাচ্ছো না তো!কোথায় থাকো যখন গুজরাতে মেরে দিচ্ছে, তা সত্ত্বেও কেন্দ্রীয় দল যায় না! অসমে এনআরসি নিয়ে লক্ষ লোককে বিপদে ফেললে তোমার কেন্দ্রীয় দল যায় না! উত্তরপ্রদেশে অত্যাচার হলে কেন্দ্রীয় দল যায় না! আর এখানে একটা বিজেপিকে উঁইপোকায় কামড়ালে সেন্ট্রাল টিম আসে। ঘরে জোনাকি পোকা ঢুকে গেলেও আসে কেন্দ্রীয় দল! একটা চকোলেট বোমা ফাটালেও এনআইএ আসে!'

কেন্দ্রীয় সরকার রাজ্যকে উত্যক্ত করতেই এমনটা করছে বলে অভিযোগ মমতার। তাঁর কথায়,'বুঝতে পারছেন, কীভাবে আমাদের হ্যারাস করা হচ্ছে।' সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি,মনে রাখবেন,বদলা নেব না, কিন্তু বদল আমি করবই। টাকা না দিয়ে খালি কেন্দ্রীয় দল পাঠাচ্ছে। টাকা নেই বিজেপির দরকার নেই। 

১৭ জানুয়ারি, আগামিকাল রাজ্যে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে আসছে কেন্দ্রীয় দল। এ দফায় পাঁচটি দল যাবে ১০টি জেলায়। সেগুলি হল, কালিম্পং ও দার্জিলিং,আলিপুরদুয়ার , মালদা, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া ও পূর্ব বর্ধমান।  এদিকে আবার ২০ জানুয়ারি আসার কথা মিড ডে মিল সংক্রান্ত কেন্দ্রীয় দলের। নবান্ন সূত্রের খবর, আগামী ২০ জানুয়ারি রাজ্যে এসে পৌঁছবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। জেলায় জেলায় গিয়ে মিড ডে মিলের অবস্থা খতিয়ে দেখবেন তাঁরা। 

Advertisement

আরও পড়ুন- 'যেখানে বিরোধী দলের সরকার, সেখানেই ভাতে মারার চেষ্টা,' BJP-কে নিশানা মমতার 

Advertisement