খড়গপুরে BJP-র অন্তর্দ্বন্দ্ব, প্রার্থীতালিকা-ক্ষোভে প্রাক্তন রাজ্য সম্পাদকের বাড়িতে হামলা

পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা হতেই রাজ্য জুড়ে তৃণমূল কর্মীদের অসন্তোষ চোখে পড়েছে। এবার তৃণমূলের পর বিজেপির গোষ্ঠী কোন্দল সামনে আসছে। টিকিট না পেয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা খড়গপুর পৌরসভা নির্বাচনের কনভেনার তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ।

Advertisement
 খড়গপুরে BJP-র অন্তর্দ্বন্দ্ব, প্রার্থীতালিকা-ক্ষোভে নেতার বাড়িতে হামলাতৃণমূলের পর এবার বিজেপিতে টিকিট বন্টন নিয়ে অশান্তি
হাইলাইটস
  • তৃণমূলের পর এবার বিজেপিতে টিকিট বন্টন নিয়ে অশান্তি
  • ভাঙচুর খড়গপুরে বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদকের বাড়িতে
  • গতকাল রাতেই প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি

পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা হতেই রাজ্য জুড়ে তৃণমূল কর্মীদের অসন্তোষ চোখে পড়েছে। এবার তৃণমূলের পর  বিজেপির গোষ্ঠী কোন্দল সামনে আসছে। টিকিট না পেয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা খড়গপুর পৌরসভা নির্বাচনের কনভেনার তুষার মুখোপাধ্যায়ের  বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ। এলাকার বিজেপি নেতা সৌমেন দাসের স্ত্রীকে টিকিট না দেওয়ায়   বিক্ষুব্ধ বিজেপির কর্মী-সমর্থকেরা ও কয়েকজন মহিলা মিলে তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে  হামলা চালায়। 

 

 

বিক্ষুব্ধ গোষ্ঠী হামলা চালায়
বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা খড়গপুর পৌরসভা নির্বাচনের কনভেনার তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধরা।  ভেঙ্গে  দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ি। বাড়ির জানালার কাঁচও ভেঙ্গে দেওয়া হয়। ইঁট বৃষ্টি হয় গোটা বাড়িজুড়ে। রাতেই ওই বিজেপি নেতা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তদন্ত করে যায়। তুষার মুখোপাধ্যায় অভিযোগ করেছেম, বিজেপি নেতা সৌমেন  দাস ওরফে বিলু আগেই হুমকি  দিয়েছিল তার স্ত্রীকে টিকিট না দিলে অবস্থা খারাব করে দেবো। গতকাল বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর তারাই  বাড়িতে হামলা চালায়। যদিও ওই নেতা জানিয়েছেন দিলীপ ঘোষের সঙ্গে কথা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে কাউকে বরদাস্ত করা যাবে না।

 

 

খড়গপুরে ভোটে লড়বেন হিরণ
এদিকে সোমবার মধ্যরাতে প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিয়েছে বিজেপি নেতৃত্ব। রাত্রি ১১ টা নাগাদ, পশ্চিম মেদিনীপুর জেলার পৌরসভাগুলির বিজেপি প্রার্থীদের তালিকা এসে পৌঁছয় সাংবাদিকদের হাতে। এত রাতে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে বিভিন্ন মত উঠে আসছে।  তবে, খড়্গপুর-মেদিনীপুরের প্রার্থী তালিকায় আছে নানা চমক। যেমন, খড়গপুর পৌরসভার ৩৩ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়েছেন স্বয়ং বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরণ)। বোঝাই যাচ্ছে, একেবারে সামনে থেকে খড়গপুরের নেতৃত্ব দিতে চান তিনি! প্রেমবাজার-হিজলি এলাকার ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ জহর পাল। কাজেই, বেশ ভালোই টক্কর হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, দিনকয়েক আগে হিরণ নিজেই ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন। এও জানিয়েছিলেন, দল তাঁকে খড়গপুরের ভোটার হওয়ার নির্দেশ দিয়েছে। ওই ৩৩ নং ওয়ার্ডেই এখন হিরণ থাকেন। ওই ওয়ার্ডের ভোটারও হয়ে গেছেন। সম্প্রতি, রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাতও করে এসেছিলেন তিনি। এরপরই, হিরণের ইচ্ছের উপর শিলমোহর দেয় রাজ্য নেতৃত্ব! প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয় সোমবার। এছাড়াও, ২ নং ওয়ার্ডে চরণজিৎ সিং প্রার্থী হয়েছেন, সম্প্রতি তাঁকে  অসুস্থ অবস্থায় তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। এছাড়াও, খড়গপুরের উত্তর মণ্ডল সভাপতি তথা দিলীপ ঘোষ ঘনিষ্ঠ দীপসোনা ঘোষ ১৯ নং ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন।

Advertisement

POST A COMMENT
Advertisement