আবারও নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। এর জেরে সপ্তাহভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তাল হয়ে উঠবে সমুদ্রও। ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে বুধবার থেকে সমুদ্র উত্তাল হয়ে উঠবে বলে আশঙ্কা। আগামী তিন দিন মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলীয় এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৮ থেকে ৩০ মে পর্যন্ত মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের উপরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৯ ও ৩০ তারিখে ওড়িশা ও বাংলার উপকূল এবং সংলগ্ন সমুদ্র উত্তাল থাকবে। এই সময়ে সমুদ্রে যাওয়া একেবারেই নিষেধ।
বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা জেলাভিত্তিক পূর্বাভাস
রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি শুরু হতে পারে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
সোমবার সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।
ভারী বৃষ্টির সতর্কতা
বুধবার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূম জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির আশঙ্কা
বুধবার থেকে কোচবিহার, মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আগাম বর্ষা প্রবেশের ইঙ্গিত
কেরলে ইতিমধ্যেই বর্ষা আগমন ঘটেছে স্বাভাবিক সময়ের আগেই। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দু’একদিনের মধ্যেই রাজ্যে বর্ষা ঢুকে পড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা ঠিক কবে প্রবেশ করবে, তা এখনই বলা সম্ভব নয়। মঙ্গলবারের সম্ভাব্য নিম্নচাপের উপর অনেকটাই নির্ভর করছে এই সিদ্ধান্ত।
কলকাতার তাপমাত্রা হালকা স্বস্তিজনক
রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি কম।