scorecardresearch
 

'স্পেনে তিন লাখি হোটেলে থেকে কী শিল্প আনলেন?' মুখ্যমন্ত্রীকে প্রশ্ন অধীরের

অধীর স্পেন থেকে কোন সংস্থা, শিল্প বাংলায় আসছে, তা জানতে চান। তিনি বলেন, 'কাকে নিয়ে আসছেন বলুন, আমরা জানতে চাই। আপনি এই বাংলার মানুষকে বোকা বানাবেন না। আজ পর্যন্ত বিশ্ব বাংলা সম্মেলনে যত টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন, তার ১০%-ও যদি বিনিয়োগ হত, এই বাংলার লক্ষ লক্ষ বেকার যুবকের রুটি-রুজি হত। আপনি নতুন করে আবার ভরম করছেন। শিল্প ধরার নামে ভরম করছেন। স্পেনে গিয়ে এই বাংলার লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা খরচ করে ভ্রমণ করে এসেছেন।'

Advertisement
'স্পেনে তিন লাখি হোটেলে থেকে... কী শিল্প আনলেন বলুন,' মুখ্যমন্ত্রীকে প্রশ্ন অধীরের 'স্পেনে তিন লাখি হোটেলে থেকে... কী শিল্প আনলেন বলুন,' মুখ্যমন্ত্রীকে প্রশ্ন অধীরের
হাইলাইটস
  • শনিবার স্পেন থেকে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ২৪ ঘণ্টা কাটার আগেই সমালোচনা করলেন অধীর রঞ্জন চৌধুরি।
  • স্পেন সফরে ঠিক কত টাকার খরচ হল, তা-ও জানতে চান তিনি। অধীর বলেন, 'বাংলার মানুষকে কি বলতে পারবেন যে আপনার এই সফরে কত লক্ষ টাকা খরচ হল? আমরা তো জানতে চাইব।'
  • তিনি আরও বলেন, 'কোন অধিকারে আপনি আপনার পরিবার নিয়ে এই রকমের বার্সেলোনার মতো জায়গায় তিন লাখিয়া হোটেলে, আপনি কীভাবে শিল্প ধরার জন্য খরচ করতে পারেন? একটা শিল্প আনার ক্ষমতা আপনার নেই। সমস্ত মিথ্যা কথা বলছেন আপনি।'

শনিবার স্পেন থেকে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ২৪ ঘণ্টা কাটার আগেই সমালোচনা করলেন অধীর রঞ্জন চৌধুরি। স্পেন থেকে মুখ্যমন্ত্রী কী শিল্প এনেছেন, তা প্রকাশের দাবি তুললেন তিনি। 

রবিবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা বলেন, 'আপনি মা-মাটি-মানুষের নেত্রী। আপনার নাকি মাইনে নেন না... আমরা মাইনে নিই। MP-র মাইনে তো নিতে হবে, নয় তো চলবে কী করে? কে খেতে দেবে? মুখ্যমন্ত্রী মাইনে নেন না, তাঁর ঘরে কিছু নেই, তাঁর কোনও ব্যবসা নেই, তিনি নাকি যে সমস্ত বই লিখেছেন, সেই বই লেখার পয়সায় নাকি তাঁর সংসার চলে। অভাব হলে নাকি ছবি তৈরি করে সেই ছবি বেচে নাকি সব কেনাকাটা হয়। তো দিদি, এতই যখন আপনার দুরাবস্থা, তখন কোন অবস্থার দৌলতে আপনি স্পেনে গিয়ে বার্সেলোনায় সবথেকে বড় হোটেলে, যে হোটেলের ভাড়া ৩ থেকে সাড়ে ৩ লক্ষ টাকা প্রতিদিন, সেখানে আপনি, আপনার পরিবার সবাই মিলে কাটিয়ে এলেন কেন?' 

'তিন লাখিয়া হোটেল'
শুধু তাই নয়, স্পেন সফরে ঠিক কত টাকার খরচ হল, তা-ও জানতে চান তিনি। অধীর বলেন, 'বাংলার মানুষকে কি বলতে পারবেন যে আপনার এই সফরে কত লক্ষ টাকা খরচ হল? আমরা তো জানতে চাইব। রাজ্যের কত টাকা খরচ হল আপনার এই সফরের দৌলতে। এটা সফর নয়, আপনার শিল্প-ধরা সফর নয়। এটা আপনার নিজের উপভোগ কর, আনন্দ কর, আয়েশ কর, বাইরে ঘুরে মস্তি কর, তার সফর এটা। আর তার জন্য এই বাংলার মানুষকে টাকা জোগাতে হল।'

তিনি আরও বলেন, 'কোন অধিকারে আপনি আপনার পরিবার নিয়ে এই রকমের বার্সেলোনার মতো জায়গায় তিন লাখিয়া হোটেলে, আপনি কীভাবে শিল্প ধরার জন্য খরচ করতে পারেন? একটা শিল্প আনার ক্ষমতা আপনার নেই। সমস্ত মিথ্যা কথা বলছেন আপনি।'

'স্পেনের কোন কোম্পানি আসছে?'
অধীর এরপর স্পেন থেকে কোন সংস্থা, শিল্প বাংলায় আসছে, তা জানতে চান। তিনি বলেন, 'কাকে নিয়ে আসছেন বলুন, আমরা জানতে চাই। আপনি এই বাংলার মানুষকে বোকা বানাবেন না। আজ পর্যন্ত বিশ্ব বাংলা সম্মেলনে যত টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন, তার ১০%-ও যদি বিনিয়োগ হত, এই বাংলার লক্ষ লক্ষ বেকার যুবকের রুটি-রুজি হত। আপনি নতুন করে আবার ভরম করছেন। শিল্প ধরার নামে ভরম করছেন। স্পেনে গিয়ে এই বাংলার লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা খরচ করে ভ্রমণ করে এসেছেন। সব মিথ্যা কথা বলছেন আপনি। কোথাকার কোন ক্লাবের ফুটবলারদের নিয়ে গিয়ে আপনি শিল্প আনবেন? প্রোমোটারদের নিয়ে গিয়ে শিল্প আনবেন? কী শিল্প আনলেন বলুন, স্পেনের এই ভারতের যে সমস্ত সংস্থা আছে, তারা কোথায় কত টাকা বিনিয়োগ করবে, তা আমরা জানতে চাই। বলুন সত্যি করে, কে, কোন সেই কোম্পানি। আপনি হাওয়ায় কথা বলবেন আর আমরা সেটা মেনে নেব, তা হবে না।'

Advertisement

আরও পড়ুন

Advertisement