Advertisement

Malda Giant Fish: মালদায় ধরা পড়ল রাক্ষুসে মাছ, সাইজ দেখেই চক্ষু চড়কগাছ

মালদা জেলার মানিকচক থানার মনিহারি এলাকায় গঙ্গায় ধরা পড়ে বিশালাকৃতির বাঘার মাছ। ওজন প্রায় ৯১ কেজি। জানা গিয়েছে, মাছের এক পাইকার মানিকচক এলাকা থেকে ৩০ হাজার টাকায় মাছটি কিনে নিয়ে আসেন নেতাজি পৌরবাজার মাছ আড়তে। বুধবার সকাল থেকে মাছ দেখতে ভিড় জমান বহু মানুষ। এত বড় মাছ নড়াতেও হিমশিম খেতে হয় লোকজনকে।

Advertisement
POST A COMMENT