scorecardresearch
 
Advertisement

Elephants: নষ্ট কয়েক বিঘা ফসল, চন্দ্রকোনায় চাষের জমিতে দাপাল প্রায় ৫০ টি হাতির দল

Elephants: নষ্ট কয়েক বিঘা ফসল, চন্দ্রকোনায় চাষের জমিতে দাপাল প্রায় ৫০ টি হাতির দল

হাতির তাণ্ডবে নষ্ট কয়েক বিঘা শীতের ফসল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের বিভিন্ন জায়গায় রাতভোর ৪৫ থেকে ৫০ টি হাতির দল দাপিয়ে বেড়ায়। চন্দ্রকোনা শ্রীনগর ও গড়বেতার সন্ধিপুর, চৈতন্যপুর এর মাঠে তাণ্ডব চালায় হাতির দলটি। নাজেহাল হয়ে যায় গ্রামের মানুষজন ও বনদপ্তর কর্মীরা। বিভিন্ন ভাবে জঙ্গলে ও মাঠে ছড়িয়ে ছিটিয়ে যায় হাতিগুলি। অবশেষে বনকর্মীদের চেষ্টায় ৪৫ থেকে ৫০ টি হাতির পালটিকে মাঠ থেকে সরিয়ে নিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় জঙ্গলে গিয়ে পৌঁছে দেয়। হাতির দাপটে ক্ষতিগ্রস্ত কয়েকশো বিঘা জমি। আলু সহ বিভিন্ন শীতের সবজি নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।

Advertisement