Advertisement

Adhir Ranjan Chowdhury: 'এই নয় যে মুখ্যমন্ত্রী ভগিনী নিবেদিতা হয়ে গিয়েছেন,' ভোটের ফল নিয়ে পাল্টা অধীর

বিধানসভা উপনির্বাচনে ৬-এ ৬। ফের সবুজ ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। ফল ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, '‌আমরা জমিদার নই, মানুষের পাহারাদার'‌। সেই প্রেক্ষিতে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি। প্রাক্তন সাংসদের কথায়, 'বাংলার মানুষ কারা পাহারাদার আর কারা লুটেরাদার দেখছে'। তাঁর কথায়, 'একটা নির্বাচন হয়েছে মানে এই নয় যে বাংলার মুখ্যমন্ত্রী এখানকার ভগিনী নিবেদিতা হয়ে গিয়েছেন।' তিনি আরও বলেন, 'বাংলাজুড়ে লুট চলছে। সেটা ভোটে জিতলেও লুট, হারলেও লুট'।

Advertisement
POST A COMMENT