'অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বাংলা'। বাংলায় অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে দুষলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অতিসম্প্রতি মুর্শিদাবাদ থেকে দুই জঙ্গি ধরার পরার পর সন্ত্রাসী ছক প্রকাশ্য এসেছে। এই প্রসঙ্গে অধীর বলেন,'দেশের পূ্র্ব সীমান্তের নিরাপত্তায় নজর দেয়নি কেন্দ্র। বাংলায় প্রশাসন নেই। এখানে খালি পয়সা থাকলেই হবে'।