আজই পশ্চিমবঙ্গের ওপর থেকে সরে যাচ্ছে নিম্নচাপ। তবে মৌসুমী অক্ষরেখা যথেষ্ট সক্রিয়। এর প্রভাবে সপ্তাহ জুড়ে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা। আজ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এবং দুই ২৪ পরগনার দু-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। আগামী ১১ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে।