Advertisement

Mohun Bagan Club: খালি পা থেকে বুট, সরস্বতী পুজোর মণ্ডপে 'মোহনবাগানের সেকাল ও একাল'

মোহনবাগানের সেকাল আর একাল তুলে ধরা হল সরস্বতী পুজোর মণ্ডপে। বসিরহাটের আমরা ক'জন ক্লাব আয়োজন করেছে এই পুজোর। বসিরহাট মোহনবাগানের গড় হিসাবে পরিচিত। আর সেখানেই সরস্বতী পূজায় মোহনবাগানের থিম তুলে ধরলো পুজো উদ্যোক্তারা। মণ্ডপ চত্বরে সর্বত্রই পালতোলা নৌকা ও সবুজ মেরুনের ছোঁয়া। অন্যদিকে একাধিক ফটো গ্যালারি ও ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে মোহনবাগানের প্রাক্তন দিনগুলোকে মানুষের সামনে তুলে ধরেছেন তারা। শুধুমাত্র ইতিহাস নয় বর্তমান সময়েও যেভাবে মোহনবাগান একের পর এক টুর্নামেন্টে জয়লাভ করেছে সেই জয়ের উল্লাসের ছবিও রয়েছে। কোথাও শৈলেন মান্না ও চূনী গোস্বামীদের ছবি। আবার কোথাও ব‍্যারেটো ও পেত্রাতোসদের ছবিও ঝলমল করছে এই পুজো মণ্ডপে।

Advertisement
POST A COMMENT