Advertisement

Akhil Giri: মহিলা আধিকারিককে কু-কথা, 'এটা বলা আমার ঠিক হয়নি', বোধোদয় অখিল গিরির

পূর্বমেদিনীপুর জেলার তাজপুরে বনরপ্তরের জায়গায় দোকান বসানো কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। মহিলা রেঞ্জ অফিসারকে কটু কথা বলে রাজ্য রাজনীতির চর্চায় উঠে এসেছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। অবশেষে অনুতপ্ত মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। রবিবার তিনি জানান, "আমি রাগান্বিত হয়ে উত্তেজিতভাবে যে কথা বলেছি সেটা অনুচিত। একজন আধিকারিককে যে কথা বলেছি সেটা আমার উচিত হয়নি। তবে এই পরিস্থিতিতে আমি যদি না হাতে নিতাম তাহলে অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে।" তিনি আরও বলেন, "আমি একজন মন্ত্রী হিসেবে আধিকারিককে এমন কথা বলে পরে দুঃখ পেয়েছি। আমি এই ধরনের কথা বলার জন্য অনুতপ্ত কিন্তু আমি মনে করি ওই এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমার উচিত ছিল।"

Advertisement
POST A COMMENT