'প্রধানমন্ত্রী আহ্বান করলে অস্ত্র নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে রাজি'। এই দাবি করলেন বিজেপি নেতা অর্জুন। তাঁর কথায়,'সুযোগ পেলে পাকিস্তানকে জ্বালাব। সেকুলাররা সনাতন বিরোধী। এরা জেহাদিদের সমর্থক'।