এটা দিদি ভাইয়ের ব্যাপার। দিদি যদি আমায় মারে ধরে, যাই কিছু করুক, এটা পরিবারতন্ত্র। আমার রক্তের জিনিস। মমতা ব্যানার্জি আমার কাছে ভগবান। ভগবানের কাছে যদি মার খেতে হয় সেটা কিন্তু আমার কাছে আশীর্বাদ। আমি এই আশীর্বাদ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 72 ঘন্টার মধ্যে আমি পৌঁছব। ক্ষোভের পর সুর নরম করলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। আর তাতেই প্রসঙ্গ উষ্কে গিয়েছে। তাহলে কি বিজেপির আশঙ্কাই কি এবার সত্যি হল?
Babun Banerjee on Mamata Banerjee after chief ministers angry reaction