Advertisement

Bagda Assembly By Election Result 2024: 'ঠাকুরবাড়ি যেতে হবে না, বাগদাতেই থাকব', জিতে আশ্বাস তৃণমূলের মধুপর্ণার

বাগদা বিধানসভা উপনির্বাচনের ফলাফলে ৩৩ হাজার ৪৫৫ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। প্রথমবার ভোটে দাঁড়িয়েই মাত্র ২৫ বছর বয়সে জয়লাভ করেছেন তিনি। জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, হরিচাঁদ ঠাকুরের এবং প্রত্যেকটা ভোটারের। বাগদার একজন মানুষকেও এবার ঠাকুরবাড়ি যেতে হবে না। আমার বাড়ি এখন বাগদা। আমি বাগদাতেই আছি, এখানেই থাকব।”

Advertisement
POST A COMMENT