Advertisement

VIDEO: টোলে দুর্গাপুজোর পাঠ নিচ্ছেন বৈশাখী

সিনেমাতেও দেখা যায় প্রথা ভাঙার দৃশ্য। এমনকী কোনও কোনও সময় শহরাঞ্চলেও দেখা যায় তেমনটা। তবে এবার গ্রামবাংলাতেও ঢুকে পড়ল প্রথা ভাঙার ধারা। রীতিমত সংস্কৃত চতুষ্পাঠী টোলে গিয়ে দুর্গাপুজোর পাঠ নিচ্ছেন বৈশাখী চট্টরাজ। পুজোর ফলমূল কাটা বা সাজসজ্জার দায়িত্বে থাকা বৈশাখীর স্বপ্ন এবার পুরোহিতে আসনে বসে মা দুর্গার আবাহন করা। 

Baisakhi Chattaraj taking training as female priest at Salanpur

Advertisement