Advertisement

Bankura Manohar Das Mahotsav: বাঁকুড়ার সোনামুখীতে মহোৎসব, সাধু-বাউলের ভিড়

কথায় আছে বারো মাসে তেরো পার্বণ , কিন্তু সোনামুখী ছোট্টো শহরে হয় বারো মাসে আঠারো পার্বণ, তাই হয়তো সোনামুখীর আর এক নাম গুপ্ত বৃন্দাবন। কালী-কার্ত্তিক পুজোর পাশাপাশি সোনামুখীর একটি ঐতিহ্যবাহী উৎসব হল " শ্রী শ্রী বাবা মনোহর দাসের মহোৎসব " যার চলতি নাম মচ্ছব । ১০,১১ ও ১২ই এপ্রিল এই তিনদিন মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। বসন্তের দোল উৎসব যেতে না যেতেই সোনামুখীর আপামর জনসাধারণ মেতে উঠেছেন বাবা মনোহর দাসের মহোৎসবে। এই মহোৎসবকে কেন্দ্র করে হাজার হাজার সাধারণ মানুষ সাধু-সন্ন্যাসী, এবং বহু বাউল শিল্পীর আগমন ঘটে। 

Bankura Manohar Das mahotsav, know the history

Advertisement