আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল কোতুলপুরে। আজ দুপুর ২.২০ নাগাদ জয়রামবাটি থেকে একটি ট্রাক কোতুলপুরের দিকে যাওয়ার পথে জলিঠামোড়ে এক বাইকে থাকা ৩ আরোহীকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুই বাইক আরোহী মারা যায়। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে গগড়া হাসপাতাল পরে অবস্থা বেগতিক দেখে আরামবাগে স্থানান্তরিত করা হয়। ওই তিন আরোহী স্কুলছাত্র বলে জানা যায়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় সাধারণ মানুষ।
two student dead one injured when a horrible road accident took place at bankura