Advertisement

TMC Worker Slapped a Man: দত্তপুকুরে 'দিদির দূত' যখন কষিয়ে চড় মারলেন গ্রামবাসীকে, দেখুন

দিদির রক্ষাকবচে মন্ত্রীর সামনেই অভিযোগকারীকে সপাটে চড় তৃণমূল কর্মীর। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই ঘটল ঘটনাটি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বারাসতের ১ ব্লকের ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের শাড়িপোনা গ্রামে। দিদির দূত হিসেবে শনিবার শাড়িপোনা গ্রামে হাজির হয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। রাধামাধবের মন্দিরে পুজো সেরে গ্রামবাসীদের অভাব-অভিযোগ শুনছিলেন। মন্ত্রীর কাছে নিকাশি, রাস্তাঘাট ও পানীয় জল নিয়ে অভিযোগ করেন স্থানীয়রা। মন্ত্রীর সামনেই রাস্তা খারাপ থাকার অভিযোগ করেন স্থানীয় যুবক। সেই সময় তৃণমূল কর্মীদের সঙ্গে শুরু হয় তাঁর বিতণ্ডা। মন্ত্রীর সামনেই তাঁর মুখ চেপে ধরে ধাক্কা দেন তৃণমূল কর্মীরা। এমনকি সপাটে চড়ও মারেন। কী কারণে তাঁকে চড় মারা হল সেটাই বুঝতে পারেননি ওই আক্রান্ত যুবক।

TMC Worker Slapped a Man At Barasat

Advertisement
POST A COMMENT