'পূর্ণমকুমার সাউের স্ত্রীকে পরশুই বলে দিয়েছিলাম, আপনার স্বামী সুস্থ। পরশুর বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য বলেছিলাম। খালি আনুষ্ঠানিকতা বাকি ছিল'। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মনে করিয়ে দেন, 'রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখছি না বিষয়টা। দলের লোককেও বারণ করেছি'।