তৃণমূল ভবনে শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী জানান, “বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে শীঘ্রই নতুন কালচারাল কমিটি গঠন করা হবে। বাংলার সমস্ত সংস্কৃতি তুলে ধরা হবে। বাংলা এক এবং অখন্ড সেখানে কোনরূপ ভাগাভাগি হবে না। বিজেপি বাংলা দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে, এবার ভাঙতে চাইছে”। পাশাপাশি তিনি বলেন শিল্পীদের ক্ষেত্রে ব্যারিকেড থাকা উচিত নয়,যারা তৃণমূলে ফিরতে চান তাদের ক্ষেত্রেও না তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দোপাধ্যায়।