Advertisement

Kajal Sheikh: 'কেউ সম্মান নিতে না পারলে আমার কিছু করার নেই', ফের অনুব্রত-কাজল কাজিয়া?

নাম না করে আবার অনুব্রত মণ্ডলকে নিশানা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তার দিকে ইট ছুড়লে পাটকেল খেতে হবে, এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেন কাজল শেখ। কিছুদিন আগেই জয়দেব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চে নিজের রাজনৈতিক গুরু অনুব্রতকে প্রণাম করেছিলেন কাজল। সেই বিষয়ে ও কাজল শেখ মন্তব্য করেন কাউকে প্রণাম করা মানে তাকে সম্মান জানানো, তার সামনে ছোট হওয়া নয়। তবে কেউ সম্মান নিতে না পারলে তার কিছু করার নেই। অনুব্রত মণ্ডল দুই বছর পর জেল থেকে মুক্ত হয়ে জেলায় ফিরে আসার পর থেকেই কাজল শেখের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে। তারমধ্যেই কিছুদিন ধরেই অনুব্রত ও কাজল একে অপরকে নাম না করে নিশানা করছেন। বীরভূমের রাজনীতিতে আবার কি শুরু হল অনুব্রত-কাজল কাজিয়া?

Advertisement
POST A COMMENT