scorecardresearch
 
Advertisement

Birbhum Wedding Viral Video: 5 জন বাড়তি কনে যাত্রী আসায় পিটিয়ে পাট পাট করল বর পক্ষ! মারপিটে লণ্ডভণ্ড বউভাত

Birbhum Wedding Viral Video: 5 জন বাড়তি কনে যাত্রী আসায় পিটিয়ে পাট পাট করল বর পক্ষ! মারপিটে লণ্ডভণ্ড বউভাত

মাত্র 5 জন বাড়তি কনেযাত্রী এসেছিল। আর এই অপরাধে কনেযাত্রী ও বরের বাড়ির লোকজনের মধ্যে বেধে গেল খণ্ডযুদ্ধ। ঘটনায় শেষ পর্যন্ত লণ্ডভণ্ড হয়ে যায় বউভাতের অনুষ্ঠান। বীরভূমের দুবরাজপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 25 জনের জায়গায় কনেযাত্রী গিয়েছেন 30 জন। সেটাই যে এত বড় গণ্ডগোলের কারণ হয়ে দাঁড়াবে, কেউই ভাবতেই পারেননি। কিন্তু মাত্র 5 জন অতিরিক্ত অতিথি দেখেই মাথা গরম হয়ে যায় বরের বাড়ির লোকেদের। এরপরই কনেযাত্রীর তরফে আসা লোকেদের বেধড়ক মারধর করা হয়। রেয়াত করা হয়নি নতুন বউকেও! আহত হয়ে বেশ কয়েকজন ভর্তি সিউড়ি হাসপাতালে।

Birbhum Wedding Viral Video

Advertisement