Advertisement

Dilip Ghosh: শাহজাহানকে লোকেট করতে গিয়েছিলেন, নাকি দেখা করতে? দিলীপের নিশানায় খোদ DG

“লোকেট করতে গিয়েছিলেন ? নাকি শাহজাহানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। উনি নিজে কিভাবে কোর্ট এবং সিবিআই-এর হাত থেকে লুকিয়ে ছিলেন সেই ট্রেনিং দিতে গিয়েছিলেন।” মধ্যরাতে ডিজি রাজীব কুমারের লঞ্চ সফর নিয়ে এবার ময়দানে নামলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। পাশাপাশি ‘এখন সন্দেশখালি কি দ্বিতীয় নন্দীগ্রাম?’ এই প্রসঙ্গে তিনি বলেন, “নন্দীগ্রাম একটা গেম চেঞ্জার ছিল। এটা দেখেও বহু মানুষ প্রতিবাদের ভাষা খুঁজে পাবেন। নন্দীগ্রামের মত পরিস্থিতি অনেক জায়গায় তৈরি হযবে। সাধারণ মানুষ নিজের হাতে ঝাণ্ডা তুলে প্রতিবাদের ভাষা খুঁজে নিচ্ছেন। তারা এখন কোনও পার্টিকেই খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। মানুষকে নিজের রাস্তা নিজেই খুঁজে নিতে হচ্ছে।”

Advertisement
POST A COMMENT