Advertisement

Dilip Ghosh: ‘এক দিদি গেছেন, আরেক দিদি সেই রাস্তায় হাঁটছেন’, বাংলাদেশ নিয়ে মমতাকে নিশানা দিলীপের

'বাংলাদেশে এরকম কোনও গণ্ডগোল হলে, কেউ নিয়ন্ত্রণের চেষ্টা করে না। হুলিগানদের হাতে চলে যায়।', বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষেরে। এদিন তিনি বলেন, 'আমার মনে হয় কোনও ইসলামিক দেশে গণতন্ত্র সফল হয় না। ওখানকার হিন্দুদের হয়ে কেউ কথা বলছে না। এই হুলিগানরাই এখানে সিএএ পাস হওয়ার পর বাড়িঘর লুট করেছিল, আগুন জ্বালিয়েছিল। এখন তৃণমূল পার্টিটাকেও দখল করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এরা আমার পক্ষে আছে। তাই মুখ বন্ধ করে আছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না উনি বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবে, আগে ওনার ঘাড় মটকাবে ওরা। এক দিদি গেছেন, আরেক দিদি সেই রাস্তায় হাঁটছেন। এই আগুন থেকে কেউ বাঁচবে না।'

Advertisement
POST A COMMENT