সুপ্রিম কোর্টে বিদায়ী প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলছিল আরজি কর মামলা শুনানি। অবসরের আগে এই মামলা রায় দিয়ে যেতে পারলেন না চন্দ্রচূড়। যা নিয়ে উষ্মাপ্রকাশ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়,'হাইকোর্টে মামলা চলছিল। তাতেই মানুষ সন্তুষ্ট ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে হস্তক্ষেপ করেছেন। তাঁর দায়িত্ব ছিল মামলার সমাধান করে দোষীদের শাস্তি দেওয়া। উনি অবসর নিলেন। আশা করি সুবিচার পাব। তবে সেটা তাড়াতাড়ি হওয়া উচিত'।