Advertisement

Dilip Ghosh: “দেব-দেবী ছাড়া TMC জিততে পারবে না, গত বারও জোর করে লড়ানো হয়েছিল”, কটাক্ষ দিলীপের

“গত বারেও ভোটের আগে উনি মোটামুটি জানিয়ে দিয়েছিলেন আর ভোটে লড়বেন না। কিন্তু তাঁকে জোর করে লড়ানো হয়েছিল। কারন দেব-দেবী ছাড়া তৃণমূল জিততে পারবে না।” অভিষেকের দেবকে ডাকা প্রসঙ্গে কটাক্ষ বিজেপি সংসদ দিলীপ ঘোষের। পাশাপাশি আরাবুল ইসলামের গ্রেফতারী প্রসঙ্গে এদিন তিনি বলেন, “এদের ঝগড়া নতুন নয়। তবে আমার মনে হয় শেখ শাহজাহানের কেস থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এটা করা হয়েছে। এসবই তৃণমূলের নিজের রাজনৈতিক স্বার্থে।”

Advertisement
POST A COMMENT