জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহার নিয়েও এবার খোঁচা বিজেপি নেতা দিলীপ ঘোষের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ডাক্তাররা আন্দোলন করেছেন, নির্যাতিতার বিচার হওয়া উচিত। যদি না হয়, তাহলে যারা এই আন্দোলনকে পেছন থেকে চালিয়েছেন তারা দায় নেবেন। এর আগে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং নিয়ে এত নাটক করলেন, মিটিংই ভেসতে গেল। আজকে তিনিই আবার সেই লাইভ স্ট্রিমিং করছেন। জানিনা এর রহস্যটা কি। এখন মনে হচ্ছে জিনিসটা সাজানো হয়ে যাচ্ছে।” পাশাপাশি উপনির্বাচনে আরজি করের ঘটনার প্রভাব পড়বে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, “দেখা যাক ইলেকশন তো আসুক। যদি প্রভাব না পড়ে, তাহলে মনে করতে হবে জনগণ খালি এই আন্দোলনটা লোক দেখানো করছেন। রাজনৈতিক পরিবর্তনের জন্য করছেন না।”