Advertisement

Dilip Ghosh: 'এখন গুলি খা', কসবায় কাউন্সিলরকে গুলির চেষ্টা প্রসঙ্গে TMC কে কটাক্ষ দিলীপের

কসবায় কাউন্সিলরকে গুলি করার চেষ্টা প্রসঙ্গে এবার টিএমসিকেই নিশানা বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। এদিন নদিয়ার শান্তিপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কে হাঙর-কে কুমির বুঝতে পারি না। আমার তো মনে হয় টিএমসির সবকটাই হাঙর। পুকুর,জমি, রাস্তা কিছুই বাকি নেই, সব খেয়ে নিয়েছে। এখন গুলি খা। খেতে তো হবেই, এটাই শেষে হবে। এদের ভগবানও বাঁচাতে পারবে না। যদু বংশের মতো নিজেরাই মারামারি করে শেষ হবে।” পাশাপাশি এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা কটাক্ষ করে তিনি বলেন, “আগে নিজের পার্টির লোকেদের বাঁচাক। কখনো তাঁকে দিয়ে দেবে বুঝতে পারবেনা। কাউন্সিলর-এমএলকে মেরে রাস্তায় ফেলে দিচ্ছে। লজ্জা করে না! এদের গঙ্গায় ডুবে মরা উচিত।”

Advertisement
POST A COMMENT