Advertisement

Dilip Ghosh On RG Kar Incident: 'এবার পুলিশও রাস্তায় নামবে', আরজি কর-কাণ্ড নিয়ে এ কী বললেন দিলীপ?

‘সন্দীপ ঘোষ যা করেছেন একা করেননি বা নিজের জন্য করেননি। অন্য কারও স্বার্থে করেছেন, বা অন্য কাউকে সুবিধা দিয়েছেন’, আরজি কর কাণ্ড নিয়ে ফের খোঁচা দিলীপের। এদিন মেদিনীপুর শহরে জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজন করার ধিক্কার মিছিলে অংশ নেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মাথায় কালো ফিতে বেঁধে এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেছিলেন দিলীপ ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘সন্দীপ ঘোষ নিজের জন্য কিছু করেনি।’ পাশাপাশি তাঁর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিকবার এমন কাণ্ড করে রক্ষা পেয়ে গিয়েছেন। কিন্তু এবার গণবিস্ফোরণ হয়েছে, সবাই পথে নেমেছে। পুলিশ চাপে আছে বলে প্রতিবাদে নামতে পারেনি। তবে এবার পুলিশও রাস্তায় নামবে।’

Advertisement
POST A COMMENT