Advertisement

Dilip Ghosh on Sandip Ghosh Arrest: CBI কী করছে তার প্রমাণ পেলেন তো? তৃণমূলকে নিশানা দিলীপের

‘সন্দীপ ঘোষের গ্রেফতারি সময়ের অপেক্ষা ছিল। কাল পর্যন্ত টিএমসির লোকরা বলছিল সিবিআই কী করল। কালকেই চারজন গ্রেফতার হয়েছে, তাদের ইচ্ছা পূর্ণ হবে।’ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, ‘যে স্লোগান চলছিল ‘দড়ি ধরে মারো টান-রানী হল খান খান‌’, দড়িতে এবার টান পড়েছে। অপেক্ষা করুন এ সরকারটাই খান খান হবে।’

Advertisement
POST A COMMENT