Advertisement

Dilip Ghosh: 'প্রতিবছর ত্রাণ লুটের জন্য বন্যাকে ব্যবহার করে তৃণমূল', বিস্ফোরক দিলীপ

বন্যা ত্রাণ বিলি নিয়ে দিকে দিকে অসন্তোষকে কেন্দ্র করে এবার রাজ্যকে খোঁচা বিজেপি নেতা দিলীপ ঘোষের। এদিন মেদিনীপুরে বিজেপির একটি সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, “পুজোর সময় কেন ওখানকার মানুষ সব সময় বিপদের মধ্যে থাকবে ? প্রত্যেক বছর তাদের পুজোটা খারাপ হয় কেন ?" পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “কেবল ত্রাণ লুট করার জন্য বন্যাকে ব্যবহার করা হয়। বন্যা শুরু হলেই কেন্দ্রের কাছে আর্জি শুরু হয়। এটা টিএমসির জন্য বার্ষিক ইনকামের একটা রাস্তা। সেজন্য তারা বন্যা প্রতিরোধ করতে চাইছে না। মানুষ মরছে মরুক, তাদের তো লাভ হচ্ছে।”

Advertisement
POST A COMMENT