Advertisement

Dilip Ghosh: 'ব্রিগেডে সমাবেশ করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য...', মন্তব্য দিলীপের

ব্রিগেডে সমাবেশ করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে,যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবেন ওনারা মন্তব্য দিলীপ ঘোষের। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে বিজেপি কর্মীদের সঙ্গে চা চক্রের সময় সাংবাদিকদের বলেন সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন,বামেদের ব্রিগেড সমাবেশ বিধানসভার আগে করেছিলেন বামপন্থীরা। ব্রিগেড মাঠ ভরিয়েও দিয়েছিলেন কিন্তু একটা সিটও জিততে পারেনি। তৃণমূল তো ব্রিগেড করেইনি। বিজেপি করেছিল। ব্রিগেডে সমাবেশ করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে। যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবেন ওনারা। গতবারে আইএসএফ- কংগ্রেসকে সঙ্গে নিয়েছিলেন।

Advertisement
POST A COMMENT