scorecardresearch
 
Advertisement

Sukanta Majumdar: '৫ দিন তদন্ত করেছে পুলিশ, তথ্যপ্রমাণ পাওয়া মুশকিল', আরজি কর-জামিনে ব্যাখ্যা সুকান্তের

Sukanta Majumdar: '৫ দিন তদন্ত করেছে পুলিশ, তথ্যপ্রমাণ পাওয়া মুশকিল', আরজি কর-জামিনে ব্যাখ্যা সুকান্তের

'আমি প্রথম দিন থেকেই বলেছি, ৫ দিন আরজি করের খুন ও ধর্ষণ মামলার তদন্ত করেছিল পুলিশ। তারপর ওখানে কোনও তথ্যপ্রমাণ পাওয়া মুশকিল!' আরজি কর-কাণ্ডে সন্দীপের জামিন নিয়ে প্রতিক্রিয়া দিলেন সুকান্ত মজুমদার। জয়নগর ও ফরাক্কার ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা দেওয়া হয়েছে দোষীদের। এনিয়ে সুকান্তের কথায়,'কামদুনিকাণ্ডেও তো সাজা হয়েছিল। তারপর কী হল? নীচুতলার আদালত তো মুখ্যমন্ত্রীর হাতে। উচ্চ আদালতে গিয়ে দেখুন কী হয়'।

Advertisement