Advertisement

BJP Worker Joins TMC: নারায়ণগড়ে জয়ী পঞ্চায়েত সদস্য-সহ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এক পঞ্চায়েত সদস্য সহ প্রায় একশো জন বিজেপি কর্মী। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের দারিমারাতে বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য রিপন খেলাড় সহ নারায়ণগড় ছয় নম্বর অঞ্চলের বিভিন্ন বুথের প্রায় শতাধিক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। তাদের হাতে দলীয় পতকা তুলে দেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট। এদিন বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা, জেলা তৃণমূলের সহ সভাপতি মিহির চন্দ,নারায়ণগড় ছয় নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি গৌরাঙ্গ জানা,তৃণমূল নেতৃত্ব সেক কুতুবুদ্দীন সহ অন্যান্যরা।

Advertisement
POST A COMMENT