রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন ইডির হেফাজতে। এই প্রবল চাপের মধ্যে থেকেও আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টিটাগড়ে ভবিষ্যৎবাণী করলেন, ২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না। তিনি আরও বলেন, "কী অঙ্ক, কীভাবে এত আসন আসবে তা আমি বলতে পারব না"।
BJP will not come in 2024 Mamata Banerjee challenged