Advertisement

Maldah News: বোতল গেলার মাত্র কুড়ি টাকা না পেয়ে মাকে জানে শেষ গুণধর ছেলের!

রঙীন জল কিনতে মায়ের কাছে কুড়ি টাকা চেয়েছিল ছেলে। কিন্তু মা না দেওয়ায় ধারাল অস্ত্র দিয়ে মাকে শেষ করে দিল গুণধর ছেলে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার পর উত্তেজিত পাড়া প্রতিবেশীরা পাড়া- প্রতিবেশীরা অভিযুক্ত যুবককে আটকে রেখে ব্যাপক গণপিটুনি দেয়। ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ আসলে তাদের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত ছেলেকে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম আরতি সিংহ, বয়স ৫৬ বছর। স্বামী রবি সিংহ দীর্ঘদিন আগেই মৃত্যু হয়েছে।পরিবারে একমাত্র ছেলে চয়নকে নিয়ে থাকতেন মা। চয়ণ পেশায় দিনমজুরের কাজ করে। গত দেড় মাস ধরে কাজ না থাকায় বাড়িতে বসে ছিল সে।এদিন দুপুরে মায়ের কাছে রঙীন জল কিনতে জন্য কুড়ি টাকা চায়। সেই টাকা দিতে অস্বীকার করায় বাড়িতে রাখা ধারাল অস্ত্র দিয়েই বৃদ্ধা মায়ের মাথায় এলোপাথাড়ি আঘাত করে ওই যুবক। আর এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধার।

Boy kills mother over 20 rupees.

TAGS:
Advertisement