Advertisement

BSF jawan Purnam Kumar Shaw: দেশের ফেরার কৃতিত্ব কাকে দেবেন? বাড়ি ফিরে যা বললেন BSF জওয়ান পূর্ণম...

রিষড়ার বাড়িতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। সাংবাদিকদের তিনি বলেন,'আমি মা-বাবার সঙ্গে দেখা করতে এসেছি। ওঁরা টেনশনে ছিলেন। আমাদের দেশের সুরক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়'। মোদী না মমতা, কাকে ক্রেডিট দেবেন? পূর্ণমকুমার জানান,'সবার সহযোগিতা পেয়েছি। দেশবাসীরা পাশে দাঁড়িয়েছেন। এনিয়ে আর কোনও মন্তব্য করব না'।

Advertisement
POST A COMMENT