Advertisement

Chandrayaan 3: ঘরে ফিরল 'চাঁদের ছেলে', ISRO-র বিজ্ঞানীকে সংবর্ধনা বজবজে

চন্দ্রযান-৩ এর সফর অভিযানে যে কজন বঙ্গ সন্তান ছিলেন, তাদের মধ্যে অন্যতম সদস্য বজ বজের সৌরভ মাজি। সেই সৌরভ মাজিকে সংবর্ধনা জানাল বজবজ পুরসভা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত প্রমুখ। সৌরভ জানান, এই সম্মানে সম্মানিত হতে পেরে তিনি গর্ব অনুভব করছেন।

Advertisement
POST A COMMENT