Advertisement

Chandrayaan 3 Landing Success: চাঁদের মাটিতে বিক্রম, তারই রেপ্লিকা নিজের হাতে বানালেন মাইক্রো আর্টিস্ট

চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। প্রত্যেক ভারতবাসীর কাছে এই মুহূর্ত গর্বের। দেশজুড়ে এই গর্বের মুহূর্তকে উদযাপন করে চলেছেন প্রত্যেক ভারতবাসী। এবার সেই ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কুর্নিশ জানাতে বিক্রমের ছোট্ট রেপ্লিকা তৈরি করে তাঁদের উৎসর্গ করলেন মাইক্রো আর্টিস্ট প্রসেনজিৎ কর। কেশপুরের রানিয়ড় গ্রামের বাসিন্দা, পেশায় মোটরসাইকেল মেকানিক প্রসেনজিৎ অব্যবহার্য ইলেকট্রনিক পার্টস থেকে এটি তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয়দের।

Advertisement
POST A COMMENT