scorecardresearch
 
Advertisement

VIDEO: দুয়ারে সরকারের ক্যাম্পে অব্যবস্থা! গুরুতর আহত বেশ কয়েকজন

VIDEO: দুয়ারে সরকারের ক্যাম্পে অব্যবস্থা! গুরুতর আহত বেশ কয়েকজন

খানাকুলে দুয়ারে সরকার ক্যাম্পে বেনাজির হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে গুরুতর আহত বেশ কয়েকজন, কারোর ফটলো মাথা তো কারো শরীরে গুরুতর আঘাত। পুলিশ লাঠি উঁচিয়েও পারেনি নিয়ন্ত্রণ করতে। শনিবার ক্যাম্পের গেট খোলা হতেই স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি করে ক্যাম্পের ভিতরে ঢুকতে দেখা যায় বেশ কয়েকজনকে। আর এতেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলেও খবর। জানা গেছে, খানাকুলের রামমোহন ১ নং পঞ্চায়েতের তত্বাবধানে রামমোহন কলেজে দুয়ারে সরকার কর্মসূচী ছিল। আর তা শুনেই পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে জমা হয়েছিলেন। এলাকাবাসীর অভিযোগ, সঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য কোনো ব্যবস্থাই করেনি প্রশাসন, ৫ হাজারের উপর মানুষকে সামলাতে দেওয়া হয়েছে জনাদশেক পুলিশ। আর এতেই এদিন ক্যাম্প শুরু হতেই বিপত্তির সৃষ্টি হয়।

Advertisement